menu-iconlogo
huatong
huatong
avatar

Ami kul hara kolongini আমি কুল হারা কলংকিনি

Kayahuatong
mjordansierrahuatong
Lirik
Rakaman
আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে....

যে দুঃখ পেয়েছি মনে

প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে....

যে দুঃখ পেয়েছি মনে

আমার কেঁদে যায় দিন রজনী

আমার কেঁদে যায় দিন রজনী

আমারে কেউ

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

প্রেম করা যে স্বর্গের খেলা...

বিচ্ছেদ এর ও নরক জ্বালা

প্রেম করা যে স্বর্গের খেলা...

বিচ্ছেদ এর ও নরক জ্বালা

আমার মন জানে আমি জানি

আমার মন জানে আমি জানি

আমারে কেউ

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

সখি আমার উপায় বলো না....

এ জীবনে দূর হলো না

সখি আমার উপায় বলো না....

এ জীবনে দূর হলো না

বাউল করিমের পেরেশানী

বাউল করিমের পেরেশানী

আমারে কেউ

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী

আমারে কেউ ছোইয়ো না গো সজনী(2)

Lebih Daripada Kaya

Lihat semualogo

Anda Mungkin Suka