menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-khelicho-e-bishwa-loye-cover-image

Khelicho E Bishwa Loye

Kazi Nazrul Islamhuatong
MarineBirdhuatong
Lirik
Rakaman
খেলিছ এ বিশ্বলয়ে

কাজী নজরুল ইসলাম

******-******

খেলিছ এ বিশ্বলয়ে

বিরাট শিশুর আনমনে

খেলিছ এ বিশ্বলয়ে

বিরাট শিশু আনমনে খেলিছ

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা

নিরজনে প্রভু নিরজনে

খেলিছ এ বিশ্বলয়ে

বিরাট শিশু আনমনে খেলিছ..

INTERLOUD

শূণ্যে মহা আকাশে

তুমি মগ্ন লীলা বিলাসে

শূণ্যে মহা আকাশে

তুমি মগ্ন লীলা বিলাসে

ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে

নিরজনে প্রভু নিরজনে

খেলিছ এ বিশ্বলয়ে

বিরাট শিশুর আনমনে খেলিছ

INTERLOUD

তারকা রবি শশী

খেলনা তব হে উদাসী

পড়িয়া আছে রাঙা

পায়ের কাছে রাশি রাশি

তারকা রবি শশী

খেলনা তব হে উদাসী

পড়িয়া আছে রাঙা

পায়ের কাছে রাশি রাশি

------

নিত্য তুমি হে উদার

সুখে-দুখে অবিকার

নিত্য তুমি হে উদার

সুখে-দুখে অবিকার

হাসিছ খেলিছ তুমি আপন সনে

নিরজনে প্রভু নিরজনে

খেলিছ এ বিশ্বলয়ে

বিরাট শিশুর আনমনে খেলিছ

প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা

নিরজনে প্রভু নিরজনে

খেলিছ এ বিশ্বলয়ে

বিরাট শিশুর আনমনে খেলিছ..

Lebih Daripada Kazi Nazrul Islam

Lihat semualogo

Anda Mungkin Suka