মন পাজরে শুধু তুমি আছো
মন পাজরে শুধু তুমি আছো
কেউ তো আর থাকেনা
হুম ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখোনা
হো ,, ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে
সে যে কেনো মন বোজেনা
কেনো থাকো দূরে ,চোখেরই আড়ালে
মন তুমি ছুঁয়ে দেখোনা
মন পাজরে শুধু তুমি আছো
কেউ তো আর থাকেনা
হুম ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখোনা
ভালোবাসি তোমায় যতন করে
এসো না মনেরই একলা ঘরে
ভালোবাসি তোমায় যতন করে
এসো না মনেরই একলা ঘরে
ভুলে তুমি যেওনা
দূরে আর থেকোনা
মন খোঁজে তোমাকেই
মন পাজরে শুধু তুমি আছো
কেউ তো আর থাকেনা
হুম ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখোনা
দিবানিশি তোমায় চাই যে কাছে
রাখোনা মনেরই অন্তর মাঝে
দিবানিশি তোমায় চাই যে কাছে
রাখোনা মনেরই অন্তর মাঝে
ভুলে তুমি যেওনা
দূরে আর থেকোনা
মন খোঁজে তোমাকেই
মন পাজরে শুধু তুমি আছো
কেউ তো আর থাকেনা
হুম ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখোনা
হো ,, ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে
সে যে কেনো মন বোজেনা
কেনো থাকো দূরে ,চোখেরই আড়ালে
মন তুমি ছুঁয়ে দেখোনা
মন পাজরে শুধু তুমি আছো
কেউ তো আর থাকেনা
হুম ভালোবাসি আমি শুধু তোমায়
চোখেতে চোখ রাখোনা
END