menu-iconlogo
huatong
huatong
keshab-dey-hay-re-boka-mon-cover-image

Hay Re Boka Mon

Keshab Deyhuatong
viivuska7huatong
Lirik
Rakaman
হায়রে বোকা মন আমার শুনলি না বারন

আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন

হায়রে বোকা মন আমার শুনলি না বারন

আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন

রোজ বুক ভেঙে তুই গেলি

কেদে সাধ কি মেটে না

কেন খুঁজলি আবার সেই পাষান এক মনের ঠিকানা

হায়রে বোকা মন আমার শুনলি না বারন

আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন

প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া...

প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া...

এমন করে ভাংলে এ মন আরকি জোড়া হয়

ভালবাসার নামে এখন লাগে বড় ভয়..

এমন করে ভাংলে এ মন আরকি জোড়া হয়

ভালবাসার নামে এখন লাগে বড় ভয়..

বলেছিলিস আমায় ছেড়ে বাঁচতে পারবি না

আজকি ভুলে সেই কথা কি মনে পরে না..

বাসলে ভালো কেউ কি এমন পাষান হয়ে যায়

যে নিজের সুখে মনের মানুষ টাকেই মেরে দেয়

হায়রে বোকা মন আমার শুনলি না বারন

আবার প্রেমে মজলিরে তুই কেন অকারন

প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া...

প্রিয়া...প্রিয়া...প্রিয়া...প্রিয়া..

Lebih Daripada Keshab Dey

Lihat semualogo

Anda Mungkin Suka