menu-iconlogo
logo

অনেক সাধনার পরে

logo
Lirik
অনেক স্বাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে

আমার আপনজন

তুমি বুকে টেনে

নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি,

ভালবাসি তোমাকে

অনেক স্বাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে

আমার আপনজন

বিধাতা আমাকে তোমার জন্য

গড়েছে আপন হাতে

জীবনে মরনে, আধারে আলোতে..

থাকবো তোমার সাথে

বিধাতা আমাকে তোমার জন্য

গড়েছে আপন হাতে

জীবনে মরনে, আধারে আলোতে..

থাকবো তোমার সাথে

তুমি বুকে টেনে

নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি,

ভালবাসি তোমাকে

অনেক স্বাধনার পরে আমি..

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে

আমার আপনজন

যাবেনা কখনো ফুরিয়ে যাবে না

আমার ভালবাসা

তোমাকে পেয়েছি, পেয়েছি আবারও

বাচার নতুন আশা

যাবেনা কখনো ফুরিয়ে যাবে না

আমার ভালবাসা

তোমাকে পেয়েছি, পেয়েছি আবারও

বাচার নতুন আশা

তুমি বুকে টেনে

নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি,

ভালবাসি তোমাকে

অনেক স্বাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে

আমার আপনজন

তুমি বুকে টেনে

নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি,

ভালবাসি তোমাকে

অনেক স্বাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে

আমার আপনজন

অনেক সাধনার পরে oleh Khalid Hasan Millu - Lirik dan Liputan