menu-iconlogo
huatong
huatong
khalid-hasan-millu-shei-meyeti-cover-image

সেই মেয়েটি shei meyeti

Khalid Hasan Milluhuatong
osmany_borrellhuatong
Lirik
Rakaman
সেই মেয়েটি...

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা ।

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা

যার মেঘ কালো চুল,ও ও ও হরিণীর চোখ

ও ও ও কন্ঠটি গানের বিনাস হো হো.হো

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা

তার হাঁসি যেন শিশিরের কণা

তার দৃষ্টি যেন মায়াবী ছলনা।

তার হাঁসি যেন শিশিরের কণা

তার দৃষ্টি যেন মায়াবী ছলনা।

তাকে না দেখে ও মনে হয়

সে আমার অনেক দিনের চেনা,হো.হো.হো

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা ।

তার চরণ যেন নুপুরের দোলা

তার হৃদয় যেন বাতায়ন খোলা।

তার চরণ যেন নুপুরের দোলা

তার হৃদয় যেন বাতায়ন খোলা।

তাকে না পেয়েও মনে হয়

সে আমার ভালবাসা দিয়ে কেনা।

হো... হো... হো...

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা ।

যার মেঘ কালো চুল,ও ও হরিণীর চোখ

ও ও কন্ঠটি গানের বিনাস,হো.হো.হো.

Lebih Daripada Khalid Hasan Millu

Lihat semualogo

Anda Mungkin Suka