menu-iconlogo
logo

তোমাকে নিয়ে আমি বাধবো সুখের ঘর

logo
Lirik
তোমাকে নিয়ে আমি বাধবো সুখের ঘর

আমি বাধবো সুখের ঘর...

তুমি যে বধু হবে আমি হবো বর

তুমি যে বধু হবে আমি হবো বর

তোমাকে নিয়ে আমি বাধবো সুখের ঘর

আমি বাধবো সুখের ঘর...

আমি যে বধু হবো তুমি হবে বর

আমি যে বধু হবো তুমি হবে বর

বেনারসির শাড়ি নিবো

সাত নূরী হাল নিবো

নাকের নলক নিব.....

কানে কানে পাশা নিব

জলে ভাসা সাবান নিব

সিঁথিতে টিকি নিব..

নিব যে আরো

তুমি যে বধু হবে আমি হবো বর

তুমি যে বধু হবে আমি হবো বর

তোমাকে নিয়ে আমি বাধবো সুখের ঘর

আমি বাধবো সুখের ঘর...

তুমি যে বধু হবে আমি হবো বর

আমি যে বধু হবো তুমি হবে বর

মধু চন বিনাই যাবো

ফুলে ফুলে ভরে দিবো

ভালোবাসা আদর দিবো....

কবিতার চরণ দিব

প্রেমেরি ভুবন দিব

সুখেরই জীবন দিব..

সারা জনম ভর

আমি যে বধু হবো তুমি হবে বর

তুমি যে বধু হবে আমি হবো বর

তোমাকে নিয়ে আমি বাধবো সুখের ঘর

আমি বাধবো সুখের ঘর...

তুমি যে বধু হবে আমি হবো বর

আমি যে বধু হবো তুমি হবে বর

তুমি যে বধু হবে আমি হবো বর

আমি যে বধু হবো তুমি হবে বর

তোমাকে নিয়ে আমি বাধবো সুখের ঘর oleh Khalid Hassan Milu/Doly Sayantoni Tomake Niye Ami - Lirik dan Liputan