menu-iconlogo
huatong
huatong
avatar

Ajke Na Hoy

Khurshid Alamhuatong
pin121huatong
Lirik
Rakaman
(M) আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

(F) ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে, আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

(M) তোমার আমার মাঝে

কেন বাঁধা তুমি রাখো

একটু আদর করে

আজ নতুন নামে ডাকো

(F) আমায় একা রেখে

যদি খিড়কী বন্ধ করো

মনের খিড়কী তোমার

জানি খুলে যাবে আরো

(M) স্বপ্নের রানী তুমি

দাওনা একটু অনুমতি

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে, আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

(M) মধুরও এই নিবিড়ে

এক কামড়ায় দুজনে

বন্দী হয়ে গেলে

বলো ক্ষতি কি যে তাতে

(F) শুনেছি এক সিংহ

নাকি আছে আশেপাশে

আমার খেয়ে ফেললে

তুমি তখন পস্তাবে

দরজা খুলে দাও

রাখো তোমার কাছে কাছে

(M) ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে, আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

(F) ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে, আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

(M) আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

(F)আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

(M F) আরে, আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

ধন্যবাদ

Lebih Daripada Khurshid Alam

Lihat semualogo

Anda Mungkin Suka