menu-iconlogo
huatong
huatong
kumar-bapi-chiradina-andhare-cover-image

Chiradina Andhare

Kumar Bapihuatong
shaggy_eshuatong
Lirik
Rakaman
হুম হুম হুম হুম হুম হুম...

হুম হুম হুম হুম হুম হুম...

লালা লা লা লা.. লা..

লা.. লা লা লা....

চিরদিনই আঁধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে জোৎস্না ফোটেনি

চিরদিনই আঁধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

জানি আমি মন যা, চায় সেতো পায় না

কেউ সুখি হয় কেউ, সুখী হতে পারে না

জানি আমি মন যা.. চায় সেতো পায় না

কেউ সুখি হয় কেউ, সুখী হতে পারে না

তবু কেন দুচোখ জুড়ে

এত শ্রাবণ ঝরে..

ঝরে..ঝরে..ঝরে গো অন্তরে

চিরদিনই আঁধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

স্নেহ ভালোবাসা কি, সে তো মন জানে না

মমতার ছোঁয়া কি, সে তো মন বোঝে না…

স্নেহ ভালোবাসা কি.. সে তো মন জানে না

মমতার ছোঁয়া কি, সে তো মন বোঝে না

হায়রে যদি পিছন থেকে

কেউ কখনও ডাকে..

ডাকে..ডাকে.. ডাকে গো নাম ধরে

চিরদিনই আঁধারে

কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে

কাছে আসেনি..

দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে জোৎস্না ফোটেনি

সামাপ্ত

ধন্যবাদ সবাইকে

Lebih Daripada Kumar Bapi

Lihat semualogo

Anda Mungkin Suka