menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসতে গিয়ে আমি । Bhalobaste Giye Ami

Kumar Bishwajit/sabina/Babyhuatong
nichol_factorhuatong
Lirik
Rakaman
ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এলাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এলাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

: l

আলো ভেবে মনে

জড়াতে যাকে চাই

আলো নয় সে আলেয়া

কি করে যে বোঝাই

আমার ভালোবাসায়

ছিলোনা কোনো ভুল

তবুও দিতে হলো

ভুলেরই এ মাসুল

মিথ্যে কিছু স্বপ্নে

মনটা সাজিয়েছিলাম..

মিথ্যে কিছু স্বপ্নে

মনটা সাজিয়েছিলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এলাম..

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

: l

দূরে সরে যাবো

হবোনা বাঁধা আর

সুখে থাকো তুমি

শুভ কামনা আমার

জীবন হয়ে গেলো

বেদনার বালুচর

বুকে চাপা কান্না

হৃদয়ে বইছে ঝড়

অন্তর গেলো ভেঙ্গে

প্রেমতো হয়েছে নিলাম

ওওও অন্তর গেলো ভেঙ্গে

প্রেমতো হয়েছে নিলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এলাম..

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

আমি ভুলকে ফুল ভেবে

কাঁটার আঘাত নিতে এলাম

ভালোবাসতে গিয়ে আমি

দুঃখই শুধু পেলাম

কাছে আসতে চেয়ে তোমার

দূরেই রয়ে গেলাম

Lebih Daripada Kumar Bishwajit/sabina/Baby

Lihat semualogo

Anda Mungkin Suka