menu-iconlogo
logo

তুমি রোজ বিকেলে আমার বাগানে

logo
Lirik
লা...লা লা লা লা লা....

হে.. হে আআ হু হু হু

তুমি রোজ বিকেলে আমার বাগানে

ফুল নিতে আসতে

জানিনা তুমি ফুল না

আমাকেই বেশি ভালবাসতে

তুমি রোজ বিকেলে আমার বাগানে

ফুল নিতে আসতে

জানিনা তুমি ফুল না

আমাকেই বেশি ভালবাসতে

প্রতিদিন তুমি দেখতে আমায়

গোলাপের আড়ালে লুকিয়ে

যখনই চোখে চোখ পড়তো

লজ্জায় যেতে শুধু পালিয়ে

কি ছিল তোমার মনে

কি ছিল তোমার মনে

পারিনি তা আজো জানতে

তুমি রোজ বিকেলে আমার বাগানে

ফুল নিতে আসতে

জানিনা তুমি ফুল না

আমাকেই বেশি ভালবাসতে

স্বপ্নের মত গেলে কোথায়

অজানাই হারিয়ে কে জানে

নিরবেই চির দিনটাই তো

স্বপনের বাঁশী বাজে এ প্রাণে

পারিনি আমি আজো

পারিনি আমি আজো

সেই স্মৃতির ইতি টানতে

তুমি রোজ বিকেলে আমার বাগানে

ফুল নিতে আসতে

জানিনা তুমি ফুল না

আমাকেই বেশি ভালবাসতে

রোজ বিকেলে আমার বাগানে

ফুল নিতে আসতে

জানিনা তুমি ফুল না

আমাকেই বেশি ভালবাসতে

তুমি রোজ বিকেলে আমার বাগানে oleh Kumar Bishwajit - Lirik dan Liputan