গানের কথা :
কাছে এলে জীবন পাই
চয়েজ এবং আপলোড
❤͜͡╼?⑅⃝➖ASHA☞?️?️F
রুম নং - 972722
[<=================>]
মেয়ে : কাছে এলে জীবন পাই
দূরে গেলে মরে যাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
ছেলে : কাছে এলে জীবন পাই
দূরে গেলে মরে যাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
অনুগ্রহ করে অপেক্ষা করুন
=========<>=========
ছেলে : আকাশেরও তাঁরা জ্বলে
চোখেরও তাঁরায়
সেই চোখেতে আমায় তুমি
ডাকো ইশারায়
মেয়ে: তরু যেমন মায়া ডোরে
লতারে জড়ায়
নাও না বেঁধে তেমন করে
বুকেরি ছায়ায়
ছেলে : তোমার মুখের কথা শুনে
প্রাণটি জুরাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
মেয়ে : কাছে এলে জীবন পাই
দূরে গেলে মরে যাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
মিউজিক ?????????
মেয়ে : জীবনের ও দুটি কূলে
রয়েছি দুজন
এই নদীটা পারি দেব
বলো না কখন
ছেলে : ফুলে ফুলে মালা গাঁথা
হবে গো যখন
সেই ফাগুনে তোমার আমার
হবে যে মিলন
মেয়ে : তোমায় পাবার আশা নিয়ে
দিন যে কাটাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
ছেলে : কাছে এলে জীবন পাই
দূরে গেলে মরে যাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
মেয়ে : কাছে এলে জীবন পাই
দূরে গেলে মরে যাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
ভালোবাসা এত জ্বালা
আগে বুঝি নাই
[ =====ধন্যবাদ =====]