menu-iconlogo
huatong
huatong
lalon-band-krishno-prem-cover-image

Krishno prem

Lalon Bandhuatong
stevek515huatong
Lirik
Rakaman
কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কে বুঝবে অন্তরের ব্যথা

কে বুঝবে অন্তরের ব্যথা কে মোছাবে আঁখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা

সে দেশেতে যাব নিয়ে ফুলেরও মালা

নগর গাঁয়ে ঘুরবো আমি

নগর গাঁয়ে

নগর গাঁয়ে ঘুরবো আমি যোগিনী বেশ ধরি

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে

নইলে আমি প্রাণ ত্যেজিব যমুনারই নীড়ে

কালা আমায় করে গেল

কালা আমায় করে গেল অসহায় একাকী

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কালাচাঁদ কে হারায়িয়ে হলাম যোগিনী

কত দিবা নিশি গেল কেমনে জুড়াই আঁখি?

লালন বলে যুগল চরণ

লালন বলে

লালন বলে যুগল চরণ আমার ভাগ্যে হবে কি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

কি দিয়ে জুড়াই বলো সখি?

Lebih Daripada Lalon Band

Lihat semualogo

Anda Mungkin Suka