menu-iconlogo
huatong
huatong
avatar

Bolo Sharup

Lalon Geetihuatong
michelle_j_bancrofthuatong
Lirik
Rakaman
বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী...

বলো স্বরূপ....

যার জন্য হয়েছি রে...

যার জন্য হয়েছি রে...দণ্ডধারী

বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী...

বলো স্বরূপ....

রামানন্দ দর্শনে পূর্ব ভাব উদয় মনে...

রামানন্দ দর্শনে পূর্ব ভাব উদয় মনে

যাবো আমি কার বা সনে

যাবো আমি কার বা সনে সেই পুরী...

বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী...

আর কি রে সঙ্গ পাবো মনেরই স্বাদ মিটাইবো..

আর কি রে সঙ্গ পাবো মনেরই স্বাদ মিটাইবো

পরমও আনন্দে রবো

পরমও আনন্দে রবো আহ্ মরি

বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী...

গৌরঙ্গ এই দিনে বলে আকুল হলাম তিলে তিলে..

গৌরঙ্গ এই দিনে বলে আকুল হলাম তিলে তিলে

লালন বলে প্রোজলিলে

লালন বলে প্রোজলিলে কি মাধুরী

বলো স্বরূপ কোথায় আমার সাঁধের পিয়ারী....

বলো স্বরূপ...

Lebih Daripada Lalon Geeti

Lihat semualogo

Anda Mungkin Suka