menu-iconlogo
huatong
huatong
avatar

সেই কালা চাঁদ নঈদে এসেছে Shei Kala chad

Lalon Geetihuatong
nordcenter1huatong
Lirik
Rakaman
ওসে বাজিয়ে বাশি ফিরছে

সদায়, কুলবতির কুলনাশে,

সেই কালা চাঁদ নইদে এসেছে

মরি সেই কালা চাঁদ

সেই কালা চাঁদ নইদে এসেছে

মজবি যদি কালার পিরিতি

আগে জান গে যা তার কেমন রীতি।

মজবি যদি কালার পিরিতি

আগে যান গে যা তার কেমন রিতি।

প্রেম করা নয় প্রাণে মরা

প্রেম করা নয় প্রানে মরা

অনুমানে তা বুঝিয়েছে।।

সেই কালা চাঁদ নইদে এসেছে

মরি সেই কালা চাঁদ

সেই কালা চাঁদ নইদে এসেছে।

ঐ পদে কেহ রাজ্য যদিও দেয়

তবু কালার মন নাহি পাওয়া যায়।

ঐ পদে কেহ রাজ্য যদিও দেয়

তবু কালার মন নাহি পাওয়া যায়

রাধা বলে কাঁদছে এখন শ্যাম

রাধা বলে কাদছে এখন

রাধারে কত কাদিয়েছে।

সেই কালা চাঁদ নইদে এসেছে।

মরি সেই কালা চাঁদ

সেই কাল চাঁদ নইদে এসেছে।

ব্রজে ছিলো জলদ কালো

রাধার প্রেম সাধনে গৌর হলো,

ব্রজে ছিলো জলদ কালো

রাধার প্রেম সাধনে গৌর হলো

লালন বলে চিহ্ন কেবল শ্যামের

লালন বলে চিহ্ন কেবল

দুই নয়ন বাঁকা আছে।

সেই কালা..

সেই কালা চাঁদ নইদে এসেছে

মরি সেই কালা চাঁদ

সেই কালা চাঁদ নইদে এসেছে।

Lebih Daripada Lalon Geeti

Lihat semualogo

Anda Mungkin Suka