menu-iconlogo
huatong
huatong
liza-jar-chaya-poreche-moneri-aynate-cover-image

যার ছায়া পড়েছে মনের আয়নাতে | Jar Chaya Poreche Moneri Aynate

Lizahuatong
𒆜𝗠𝗢𝗭𝗜𝗕𒆜.🍃🅼🅼🆆🍃...huatong
Lirik
Rakaman
যার ছায়া পড়েছে মনেরো আয়নাতে

সে কি তুমি নও, ও গো তুমি নও

যার ছায়া পড়েছে মনেরো আয়নাতে

সে কি তুমি নও, ও গো তুমি নও

হৃদয়ে আমার সুরের আবেশ

হৃদয়ে আমার সুরের আবেশ।

ছড়িয়ে দিলে গো

সে কি তুমি নও, ও গো তুমি নও

যার ছায়া পড়েছে মনেরো আয়নাতে

তুমি কী গো ছবি হয়ে থাকবে

কখনও কী নাম ধরে ডাকবে।

তুমি কী গো ছবি হয়ে থাকবে

কখনও কী নাম ধরে ডাকবে।

তুমি মোর অন্তর,

ছুয়ে ছুয়ে কেন যাও না

যদি ছবি নও ওগো কথা কও

যার ছায়া পড়েছে মনেরো আয়নাতে

চোখে চোখ বলিতে কী চাও গো

ভরা জলে ঢেউ কেন দাও গো।

চোখে চোখ বলিতে কী চাও গো

ভরা জলে ঢেউ কেন দাও গো।

মনচোর তুমি মোর, বল বল কিছু বল না

জানি ছবি নয়, শুধু ছবি নয়।

যার ছায়া পড়েছে মনেরো আয়নাতে

সে কি তুমি নও, ও গো তুমি নও

হৃদয়ে আমার সুরের আবেশ

হৃদয়ে আমার সুরের আবেশ।

ছড়িয়ে দিলে গো

সে কি তুমি নও, ও গো তুমি নও

যার ছায়া পড়েছে মনেরো আয়নাতে

সে কি তুমি নও, ও গো তুমি নও

সে কি তুমি নও, ও গো তুমি নও

সে কি তুমি নও, ও গো তুমি নও

Lebih Daripada Liza

Lihat semualogo

Anda Mungkin Suka