menu-iconlogo
huatong
huatong
avatar

এত পাষাণ কেমনে হইলা- eto pasan kemone hoila...

Mamun upload byhuatong
🌠❣️MAINUL❣️🅕🅞🅛🅚❣️🌠huatong
Lirik
Rakaman
গানঃ আমারে পাগল বানাইয়া রে,,,

গীতিকারঃকাজল দেওয়ান

আপলোড করছেন

মামুন বাংলা ফোক সিঙ্গারা'স

মিউজিক

তুমি আমারে পাগল বানাইয়া রে.....

বন্ধু কোন বা দেশে লুকাইলা রে,

বন্ধু কোন বা দেশে লুকাইলা...

এত পাষাণ কেমনে হইলা

প্রাণের বান্ধব রে

এত পাষাণ কেমনে হইলা।

আমারে পাগল বানাইয়া রে-

আমারে পাগল বানাইয়া রে-

বন্ধু কোন বা দেশে লুকাইলা রে

বন্ধু কোন বা দেশে লুকাইলা...

এত পাষাণ কেমনে হইলা

প্রানের বান্ধব রে

এত পাষাণ কেমনে হইলা।।

মিউজিক

স্টারমেকার বাউল সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা।

মিউজিক

আমারে কান্দাইয়ারে বন্ধু

তুমি থাকো সুখে...

তুষের আগুন জ্বলরে সদয়

আমার পোড়া বুকে,

আমারে কান্দাইয়ারে বন্ধু

তুমি থাকো সুখে...

তুষের আগুন জ্বলরে সদয়

আমার পোড়া বুকে,

আমি কইতে নাড়ি,

সইতে নাড়িরে

মিউজিক

আমি কইতে নাড়ি,

সইতে নাড়িরে,,,

বন্ধু কেনো আমায় কান্দাইলা রে

বন্ধু কেনো আমায় কান্দাইলা

এত পাষাণ কেমনে হইলা

প্রাণের বান্ধব রে

এত পাষাণ কেমনে হইলা।।

মিউজিক

বাংলা ফোক সিঙ্গারা'স ফ্যামিলি

মাইনুল ইসলাম মামুন

মিউজিক

গোনার দিন ফুরাইয়া গেলে

দেখিনা তোমারে...

তোমার কথা মনে রে হইলে

দুইটা আঁখি ঝরে,

গোনার দিন ফুরাইয়া গেলে

দেখিনা তোমারে...

তোমার কথা মনে রে হইলে

দুইটা আঁখি ঝরে,

আমার সরল মনে

দাগ লাগাইয়া রে,,,

মিউজিক

আমার সরল মনে

দাগ লাগাইয়া রে,,,

কি জ্বালা আমায় দিলা রে

বন্ধু কি জ্বালা আমায় দিলা,

এত পাষাণ কেমনে হইলা

প্রাণের বান্ধব রে

এত পাষাণ কেমনে হইলা।।

মিউজিক

আরো ভালো ভালো গানের মিউজিক পেতে আমাদের সাথে থাকুন।

মিউজিক

কি বা দোষে আমারে বন্ধু

রইয়াছো ভুলিয়া,,,,

আমি কান্দি দুই হাত তুলে

বনে তে ঘুড়িয়া,

কি বা দোষে আমারে বন্ধু

রইয়াছো ভুলিয়া,,,,

আমি কান্দি দুই হাত তুলে

বনে তে ঘুড়িয়া,

দেওয়ান কাজল রে

কিবা দোষে রে...

মিউজিক

দেওয়ান মামুন রে

কিবা দোষে রে...

বন্ধু বনের পাগল বানাইলা রে

বন্ধু বনের পাগল বানাইলা।

এত পাষাণ কেমনে হইলা

প্রাণের বান্ধব রে

এত পাষাণ কেমনে হইলা।।

আমারে পাগল বানাইয়া রে-

বন্ধু আমারে পাগল বানাইয়া রে-

বন্ধু কোন বা দেশে লুকাইলা রে

বন্ধু কোন বা দেশে লুকাইলা...

এত পাষাণ কেমনে হইলা

প্রানের বান্ধব রে

এত পাষাণ কেমনে হইলা।

এত পাষাণ কেমনে হইলা

এত পাষাণ কেমনে হইলা।।

সমাপ্তি

ধন্যবাদ সবাইকে।

Lebih Daripada Mamun upload by

Lihat semualogo

Anda Mungkin Suka

এত পাষাণ কেমনে হইলা- eto pasan kemone hoila... oleh Mamun upload by - Lirik dan Liputan