menu-iconlogo
huatong
huatong
avatar

কান্দিলে কি যাবে দুঃখ-(রশিদ সরকার)

Mamun upload byhuatong
🌠❣️𝐇𝐄𝐂𝐓🅾️𝐑🇧🇩🅕🅞🅛🅚❣️🌠huatong
Lirik
Rakaman
কান্দিলে কি যাবে দূঃখ,

কান্দিলে কি যাবে দূঃখ

না জাইনা কইরায়াছি ভুল

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।।

কান্দিলে কি যাবে দূঃখ,

কান্দিলে কি যাবে দূঃখ

না জাইনা কইরায়াছি ভুল

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

----মিউজিক ---

আপলোড বাই মামুন

চয়েস বাইঃ খান সাহেব

----মিউজিক ---

শখ করিয়া বিয়া কইরা

বউ করে আনছি ঘরে,

সময় মত ভাত রাইন্দিয়া

খাওয়াইবো আমারে গো

খাওয়াইবো আমারে।।

-----মিউজিক ----

শখ করিয়া বিয়া কইরা

বউ করে আনছি ঘরে,

সময় মত ভাত রাইন্দিয়া

খাওয়াইবো আমারে গো

খাওয়াইবো আমারে।।

ও তাই নিজে খায় সে উদর ভরে

----মিউজিক----

নিজে খায় সে উদর ভরে

আমারে দেয় পাতলা জোল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

----মিউজিক ---

আপলোড বাই মামুন

চয়েস বাইঃ খান সাহেব

----মিউজিক ---

আলতা দিলাম, চুনু দিলাম,

আরো দিলাম খোপায় ফুল

হাতে চুড়ি,গলায় মালা,

আরো দিলাম কানের দুল গো

আরো দিলাম কানের দুল।

-----মিউজিক -----

আলতা দিলাম, চুনু দিলাম,

আরো দিলাম খোপায় ফুল

হাতে চুড়ি,গলায় মালা,

আরো দিলাম কানের দুল গো

আরো দিলাম কানের দুল।

একটু খানি কম পড়িলে

----+মিউজিক ----

একটু খানি কম পড়িলে

টাইনা ছিড়ে মাথার চুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

----মিউজিক ---

আপলোড বাই মামুন

চয়েস বাইঃ খান সাহেব

----মিউজিক ---

মাথার গাম পায় ফালাইয়া

খাইট্টা খাওয়াই যাহারে

উঠতে বসতে খাইতে লইতে

দমক মারে আমারে গো

দমক মারে আমারে।

----মিউজিক --

মাথার গাম পায় ফালাইয়া

খাইট্টা খাওয়াই যাহারে

উঠতে বসতে খাইতে লইতে

দমক মারে আমারে গো

দমক মারে আমারে।

ও তাই রশিদ সরকার কয়

আমার কি হইবে উপায়

-----মিউজিক ----

ও তাই রশিদ সরকার কয়

আমার কি হইবে উপায়

জাইনা শুইনা নগর বাসি

----মিউজিক ----

জাইনা শুইনা নগর বাসি

কেউ কইরো না এমন ভূল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

কান্দিলে কি যাবে দূঃখ,

কান্দিলে কি যাবে দূঃখ

না জাইনা কইরায়াছি ভুল

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।

এত দিনে টের পাইছি এই হারামজাদি নষ্টের মুল।।

----সমাপ্তি ---

ধন্যবাদ সবাইকে।

Lebih Daripada Mamun upload by

Lihat semualogo

Anda Mungkin Suka

কান্দিলে কি যাবে দুঃখ-(রশিদ সরকার) oleh Mamun upload by - Lirik dan Liputan