menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Jantem Amar Kiser Byetha

Manomay Bhattacharyahuatong
princecharming12000huatong
Lirik
Rakaman
যদি জানতেম

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম

যদি জানতেম

কে যে আমায় কাঁদায়

কে যে আমায় কাঁদায়

আমি কী জানি তার নাম

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম

যদি জানতেম

কোথায় যে হাত বাড়ায় মিছে

ফিরি আমি কাহার পিছে

কোথায় যে হাত বাড়ায় মিছে

ফিরি আমি কাহার পিছে

সব যেন মোর বিকিয়েছে

পাইনি তাহার দাম

যদি জানতেম

এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে

ভুবন ভরে আছে যেন, পাইনে জীবন ভরে

এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে

ভুবন ভরে আছে যেন, পাইনে জীবন ভরে

সুখ যারে কয় সকল জনে

বাজাই তারে ক্ষণে ক্ষণে

সুখ যারে কয় সকল জনে

বাজাই তারে ক্ষণে ক্ষণে

গভীর সুরে "চাই নে" "চাই নে"

গভীর সুরে "চাই নে" "চাই নে" বাজে অবিশ্রাম

যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম

যদি জানতেম

Lebih Daripada Manomay Bhattacharya

Lihat semualogo

Anda Mungkin Suka