menu-iconlogo
huatong
huatong
avatar

মানুষ ভজলে সোনার মানুষ হবি

MD.Anisulhuatong
〘🆔᪣Md.Anisul᪣🏡🆂🆂🅰〙huatong
Lirik
Rakaman
মানুষ ভজলে সোনার মানুষ হবি – Lalon Geeti

আপলোড করেছেন HIMA

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি ,তুই মূল হারাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি ,মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই ,মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি ,তুই মূল হারাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি , মানুষ ভজলে সোনার মানুষ হবি

আপলোড করেছেন HIMA

মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলকলতা,মানুষে মানুষ গাঁথা, গাছে যেমন আলকলতা

জেনে শুনে মুড়াও মাথা ,জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি,ও তুই জাতে উঠবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি ও মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই, মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি ,তুই মূল হারাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।

আপলোড করেছেন HIMA

দ্বিদলে মৃণালে, সোনার মানুষ উজলে,দ্বিদলে মৃণালে, সোনার মানুষ উজলে

মানুষ গুরুর নিষ্ঠা হলে ,মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি,ও তুই জানতে পারবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি,ও মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই ,মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি ,তুই মূল হারাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি ,ও মানুষ ভজলে সোনার মানুষ হবি

আপলোড করেছেন HIMA

মানুষ ছাড়া মন রে আমার ,দেখনা সব শূন্যকার,মানুষ ছাড়া মন রে আমার ,দেখনা সব শূন্যকার,

লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার ভজলে চরবি, ও তুই ভজলে চরবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি,ও মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই ,মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি ,তুই মূল হারাবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি ,মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি ,মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ভজলে সোনার মানুষ হবি ,মানুষ ভজলে সোনার মানুষ হবি।

আপলোড করেছেন HIMA

Lebih Daripada MD.Anisul

Lihat semualogo

Anda Mungkin Suka