menu-iconlogo
huatong
huatong
avatar

R[HQ] Monta obaddha-মনটা অবাধ্য

MeGh95_/Mahtim Sakibhuatong
🌧️_MeGh95_🌧️huatong
Lirik
Rakaman
☁𝐔𝐩𝐥𝐨𝐚𝐝𝐞𝐃 𝐁𝐘☁

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

আমার এ মন তোমার মনের পাড়ায়

বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাড়ায়

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই,যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

☁𝐔𝐩𝐥𝐨𝐚𝐝𝐞𝐃 𝐁𝐘☁

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল

বাস্তবতায় খাবি খায় শুধু হারায়না তার মনোবল

বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল

বাস্তবতায় খাবি খায় শুধু হারায়না তার মনোবল

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

☁𝐔𝐩𝐥𝐨𝐚𝐝𝐞𝐃 𝐁𝐘☁

🌧○@𝐌𝐞𝐆𝐡𝟗𝟓_○🌧

কেনো যে তোমার সাথে মনের এত টান

কথা হয়নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান

কেনো যে তোমার সাথে মনের এত টান

কথা হয়নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

..Thank you..

Lebih Daripada MeGh95_/Mahtim Sakib

Lihat semualogo

Anda Mungkin Suka