menu-iconlogo
huatong
huatong
avatar

Chena Ochena - Remastered

Meghdolhuatong
msirlouishuatong
Lirik
Rakaman
চেনা-অচেনার আলো-আঁধারে

চলতি পথে কোনো bus-এর ভিড়ে

চেনা-অচেনার আলো-আঁধারে

চলতি পথে কোনো bus-এর ভিড়ে

কালো ধোঁয়া, ধোঁয়ার এই শহরে

হাঁটছি আমি একা রোদ্দুরে

আমি এক দিকভ্রান্ত পথিক

হারাই, শুধু হারাই তোমার অরণ্যে

আমি এক দিকভ্রান্ত পথিক

হারাই, শুধু হারাই তোমার অরণ্যে

তবুও অজস্র ক্রন্দন মেখে

মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে

তবুও অজস্র ক্রন্দন মেখে

মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে

বুনে চলেছি অশ্রু-প্রপাত

এখানেই জেনো জীবন ধারাপাত

আমি এক দিকভ্রান্ত পথিক

হারাই, শুধু হারাই তোমার অরণ্যে

নৈঃশব্দ্যের অমৃতলোকে

করেছি তোমায় রচনা

শব্দপ্রহর ঘুমিয়ে গেলেই

স্বপ্ন তুমি কামনা

তবুও অজস্র ক্রন্দন মেখে

মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে

বুনে চলেছি অশ্রু-প্রপাত

এখানেই জেনো জীবন ধারাপাত

আমি এক দিকভ্রান্ত পথিক

হারাই শুধু হারাই তোমার অরণ্যে

চেনা-অচেনার আলো-আঁধারে

চলতি পথে কোনো bus-এর ভিড়ে

চেনা-অচেনার আলো-আঁধারে

চলতি পথে কোনো bus-এর ভিড়ে

কালো ধোঁয়া, ধোঁয়ার এই শহরে

হাঁটছি আমি একা রোদ্দুরে

আমি এক দিকভ্রান্ত পথিক

হারাই, শুধু হারাই তোমার অরণ্যে

আমি এক দিকভ্রান্ত পথিক

হারাই, শুধু হারাই তোমার অরণ্যে

Lebih Daripada Meghdol

Lihat semualogo

Anda Mungkin Suka