menu-iconlogo
huatong
huatong
avatar

Shohorbondi

Meghdolhuatong
Ashraful🇧🇩🤘huatong
Lirik
Rakaman
..................................

.................................

..................................

শহরবন্দি মেঘ ঘুরে ঘুরে একা

আমাদের এই সুবর্ণ নগরে

আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন

ধূসর রাজপথের প্রান্তরে

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায়, বিদায়

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায়, বিদায়

তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর

তুমি গাইতেই পারো গান, এই সুবর্ণ নগরে

ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে

ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

.................................

...................................

.............................

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক

কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক

কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো

ভেজা-ভেজা চোখে কান্না লুকাতে পারো

ভুলে যেতে পারো চাইলেই বারবার

তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে

ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে

ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

Lebih Daripada Meghdol

Lihat semualogo

Anda Mungkin Suka