menu-iconlogo
huatong
huatong
avatar

মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও

melody music worldhuatong
giggle2smilehuatong
Lirik
Rakaman
মালিক,,,,,,,,,,

মালিক,,,,,

মালিক,,,,,,,

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

মালিক তুমি জান্নাতে,

তোমার কাছে আমার

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

মালিক তুমি জান্নাতে,

তোমার কাছে আমার

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

সে বিভীষিকাময় মহাদিনে,

তোমার প্রতিবেশি করে নিও।

মালিক তুমি জান্নাতে,

তোমার কাছে আমার

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

যে দিন কেহ আসবেনা কারো, কোন কাজে,

যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজ্বে,

পুলসেরাত পার হতে গিয়ে,

পিছলে যাবে কত পথিক ,

আবার কেহ পূন্য নিয়ে ,

পার হয়ে যাবে ঠিক-ঠিক,

সে মহাদিনে মহাক্ষণে

সে মহাদিনে মহাক্ষণে

পার করে তুমি দিও।

মালিক তুমি জান্নাতে,

তোমার কাছে আমার

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

তুমি দিও হাওসে কাওসারের পাশে স্থান,

দিও তুমি শীতল আরশের নিচে সম্মান,

প্রিয় রাসূলের,প্রিয় উম্মাত,

উতরে যাবে এই মহাবিচার,

পরম আনন্দে-জান্নতে,

সাজাবে নব সংসার,

সে মহা আনন্দে-জান্নাতে,

নবীর পাশে জায়গা দিও।

মালিক তুমি জান্নাতে,

তোমার কাছে আমার

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

সে বিভীষিকাময় মহাদিনে,

তোমার প্রতিবেশি করে নিও।

মালিক তুমি জান্নাতে,

তোমার কাছে আমার

একটি ঘর বানিয়ে দিও

একটি ঘর বানিয়ে দিও

Lebih Daripada melody music world

Lihat semualogo

Anda Mungkin Suka