menu-iconlogo
huatong
huatong
avatar

Polashir Prantor

Mileshuatong
🤘S_U_M_O_N♦️♠️♦️🇧🇩🤘huatong
Lirik
Rakaman
চোখ বুজলেই দেখি পলাশীর প্রান্তর

বিশ্বাসঘাতক মীরজাফর

পরাজিত নবাব সিরাজুদ্দৌলা

পরাস্ত স্বাধীনতা পরাধীন বাংলা

শুরু হলো ইংরেজ সালাদের শাসন

চুরি হলো সম্পদ ভেঙ্গে গেল মন হায়

ইতিহাসে ইংরেজ সুসভ্য জাতি

বীভৎস দুশোবছর বীভৎস স্মৃতি হায়

মাঝে মাঝে জেগেছিল বাংলার জনতা

জেগেছিল তিতুমীর বিদ্রোহী নেতা

সিপাহীরা করে গেল সিপাহী বিপ্লব

বৃটিশের ট্যাঙ্ক নামে থেমে গেল রব হায়

বেহিসেবি কামনাতে মুখ তুলে বাংলা

দেশ বড় চঞ্চল আগুন জালা

আগুন জালা

আগুন জালা

শঙ্কিত স্বাধীনতা শঙ্কিত বাংলা

শেষ হলো ইংরেজ সাতচল্লিশ সাল

আসলো পাকিস্তান সেই এক দিনকাল

পড়ল শিকল গায়ে বাংলা ভাষা

ভাষার যুদ্ধে শুরু দিন চেতনা

শুরু হলো বর্বর শালাদের শাসন

চুরি হলো স্বাধীনতা ভেঙ্গে গেল মন হায়

একাত্তরে হলো স্বাধীনতা যুদ্ধ

জলে উঠে বাংলা বারুদের গন্ধ

দুর্জয় এই দেশ দুর্জয় মাটি

দুর্জয় জনতা দুর্জয় ঘাটি

ঘুমন্ত নবজাত বাংলার দেহে

নয়মাস পরে তার স্বাধীনতা দেখে হায়

চোখ বুজলেই দেখি পলাশীর প্রান্তর

বিশ্বাসঘাতক মীরজাফর

পরাজিত নবাব সিরাজুদ্দৌলা

পরাস্ত স্বাধীনতা পরাধীন বাংলা

শুরু হলো ইংরেজ সালাদের শাসন

চুরি হলো সম্পদ ভেঙ্গে গেল মন হায়..

বেহিসেবি কামনাতে মুখ তুলে বাংলা

দেশ বড় চঞ্চল আগুন জালা

আগুন জালা

আগুন জালা

শঙ্কিত স্বাধীনতা শঙ্কিত বাংলা

বেহিসেবি কামনাতে মুখ তুলে বাংলা

দেশ বড় চঞ্চল আগুন জালা

Lebih Daripada Miles

Lihat semualogo

Anda Mungkin Suka