menu-iconlogo
huatong
huatong
avatar

সখি ভালোবাসা কারে কয়

Milonhuatong
cornmillhuatong
Lirik
Rakaman
বল তুমি আর কত দিন

রবে দূরে আমায় ছেড়ে

মনে মনে কল্পনাতে

আসো কেন বারে বারে

কেন একা ফেলে চলে গেলে

দুঃখ দিয়ে না ফেরার দেশে

এরই নাম কি ভালোবাসা

সখী ভালোবাসা কারে কয়

সখী ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কয়

সখী ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী তুমি কেন ওগো কেন বোঝনা

তুমি হীনা একাকি সময় কাটে না

এই বুকে আছে যত ভালোবাসা

তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা

তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা

মন আজো পথ চেয়ে রয়

তুমি আসবে বলেছে হৃদয়

কেনো অভিমান করে ছলে গেলে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কয়

সখী ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

এখনো তোমার আশায়

পথ চেয়ে থাকি

কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি

এই বুকে আছে যত ভালোবাসা

তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা

তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা

মন আজও পথ চেয়ে রয়

তুমি আসবে বলেছে হৃদয়

কেন অভিমান করে চলে গেলে তুমি

এ ব্যথা প্রাণে নাহ সয়

সখী ভালোবাসা কারে কয়

সখী ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

সখী ভালোবাসা কারে কয়

সখী ভালোবাসা কারে কয়

হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি

এ ব্যথা প্রাণে নাহি সয়

Lebih Daripada Milon

Lihat semualogo

Anda Mungkin Suka