menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Dunia Ekhon To Ar এই দুনিয়া এখন তো আর HD

Mitali Mukherjeehuatong
saurabh_rajhuatong
Lirik
Rakaman

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই

মানুষ নামের মানুষ আছে

দুনিয়া বোঝাই

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই

মানুষ নামের মানুষ আছে

দুনিয়া বোঝাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

এই মাটির দেহ খাইলো ঘুনে

দেখলো না তো কেউ

সারা জীবন দুই নয়নে

রইলো জলের ঢেউ

এই মাটির দেহ খাইলো ঘুনে

দেখলো না তো কেউ

সারা জীবন দুই নয়নে

রইলো জলের ঢেউ

আমার দুঃখের কথা কইতে গেলে

এই দুনিয়ার সবাই বলে

শোনার সময় নাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

হায় এখন বুঝি দারুণ সময়

বদলে গেছে দিন

কেউ আমারে চায় না দিতে

একটু সময় ঋণ

হায় এখন বুঝি দারুণ সময়

বদলে গেছে দিন

কেউ আমারে চায় না দিতে

একটু সময় ঋণ

আমার মনের বাগান রইলো খালি

সে বাগানের সুজন মালি

বলো কোথায় পাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই

মানুষ নামের মানুষ আছে

দুনিয়া বোঝাই

এই মানুষের ভীড়ে আমার

সেই মানুষ নাই

Lebih Daripada Mitali Mukherjee

Lihat semualogo

Anda Mungkin Suka