Title: Dhire Dhire Tumi Hole
Singer: Asif Akbar & Kanak Chapa
Upload By: Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ
@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ
ছেলেঃ ধীরে ধীরে, তুমি হলে
হৃদয়ের মেহেমান..
ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
প্রথমে ভালো লাগা
তারপরে ভালোবাসা
ভালোবাসা থেকে হলে জানেরি জান
জানেরি জান, জানেরি জান
মেয়েঃ ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
প্রথমে ভালো লাগা
তারপরে ভালোবাসা
ভালোবাসা থেকে হলে জানেরি জান
জানেরি জান, জানেরি জান
ছেলেঃ ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ
ছেলেঃ রিনিক ঝিনিক, নিটল পায়ে
আহা কি মিষ্টি ছন্দ
হো..রিনিক ঝিনিক, নিটল পায়ে
আহা কি মিষ্টি ছন্দ..
মেয়েঃ এমন করে, বললে পরে
লাগে মনে কি আনন্দ
ছেলেঃ মায়াবী মুখ, দেখেও সুখ
আনমনে গেয়ে উঠি
সুখেরই গান, জানেরি জান
জানেরি জান
মেয়েঃ ধীরে ধীরে, তুমি হলে
হৃদয়ের মেহেমান..
ছেলেঃ ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ
মেয়েঃ তোমার আমার, প্রেম কাহিনী
এ যেন একটি গল্প
ও তোমার আমার, প্রেম কাহিনী
এ যেন একটি গল্প
ছেলেঃ প্রেমেরি সময়, কেন যে হয়
বলনা এত অল্প
মেয়েঃ এই জীবন, একটি মন
সব কিছু তোমাকে করেছি দান
জানেরি জান, জানেরি জান
ছেলেঃ ধীরে ধীরে, তুমি হলে
হৃদয়ের মেহেমান..
মেয়েঃ ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
ছেলেঃ প্রথমে ভালো লাগা
তারপরে ভালোবাসা
ভালোবাসা থেকে হলে জানেরি জান
জানেরি জান, জানেরি জান
মেয়েঃ ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..
ছেলে&মেয়েঃ ধীরে ধীরে তুমি হলে
হৃদয়ের মেহেমান..