menu-iconlogo
logo

মোরা যদি ডানা ওয়ালা পাখি হতাম

logo
avatar
Mohonlogo
★𝑴𝑶𝑯𝑶𝑵ܔ🌎𝑾.𝑶𝒇.𝑴🎸logo
Nyanyi dalam App
Lirik
1. মনের ঘরেতে.. রেখেছি যারে

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে,

2. দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে..

আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে

আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে..

2. দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে..

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে..

ওয়াল্ড অফ মিউজিক ফ্যামিলি

1. মোরা যদি, ডানা ওয়ালা, পাখি হতাম

ঐ মদিনা দেখার লাগি, উড়ে যাইতাম।

2. মোরা যদি ডানা ওয়ালা, পাখি হতাম

ঐ মদিনা দেখার লাগি, উড়ে যাইতাম।

1. হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়নও ভরে...

2. দো-জাহানের বাদশা নবী, কামলিওয়ালারে..

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে..

ওয়াল্ড অফ মিউজিক ফ্যামিলি

1. আদি পিতা আদম যখন, মুছিবতে পরে

মোদের নবীর ওছিলাতে, আল্লাহ কবুল করে।

2. আদি পিতা আদম যখন, মুছিবতে পরে

মোদের নবীর ওছিলাতে, আল্লাহ কবুল করে।

1. সাকারাতের বিছানাতে..,

সাকারাতের বিছানাতে, দেখা দিও রে..

2. দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে..

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে...

*আপলোড: মোহন M-O-H-O-N

ওয়াল্ড অফ মিউজিক ফ্যামিলি

1. মনের ঘরে-তে, রেখেছি যারে...

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে

2. দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে

1. আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে

2. আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে,

দু-জাহানের বাদশা নবী কামলিওয়ালারে

ধন্যবাদ, ফলো দিয়ে পাশেই থাকবেন

মোরা যদি ডানা ওয়ালা পাখি হতাম oleh Mohon - Lirik dan Liputan