menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি তো আমায় ভালোবাসোনি Tumi Toh Amay Valobashoni

Moni Kishor মনি কিশোরhuatong
ONGKUR🌱huatong
Lirik
Rakaman
Song : তুমি তো আমায় ভালোবাসোনি

Singer : মনি কিশোর

Request: Shammi

Orient Singer Site (OSS)

=========================

>>>Upload BY ONGKUR<<<

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

আমার হৃদয় ভেঙে দিয়ে

চেয়েছ আমায় দূরে সরাতে

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

>>>Upload BY ONGKUR<<<

নেইতো আগের মত তুমি

ইশারাতে কাছে আর ডাকো না

আমার দুটি হাত টেনে নিয়ে

তোমার বুকের মাঝে রাখোনা

নেইতো আগের মত তুমি

ইশারাতে কাছে আর ডাকো না

আমার দুটি হাত টেনে নিয়ে

তোমার বুকের মাঝে রাখোনা

ঝরে গেছে গাঁথা মালা

পারিনি তোমায় তাই পরাতে

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

আমার হৃদয় ভেঙে দিয়ে

চেয়েছ আমায় দূরে সরাতে

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

>>>Upload BY ONGKUR<<<

আজো আমি একা একা বসে

রঙে রঙে কত ছবি আঁকি

তোমার আশায় আজো একা একা

ফুলের বাসর আমি সাজিয়ে রাখি

আজো আমি একা একা বসে

রঙে রঙে কত ছবি আঁকি

তোমার আশায় আজো একা একা

ফুলের বাসর আমি সাজিয়ে রাখি

জানিনা পারবো কবে সে বাসর আমি সাজাতে

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

আমার হৃদয় ভেঙে দিয়ে

চেয়েছ আমায় দূরে সরাতে

তুমি তো আমায় ভালোবাসোনি

শুধু চেয়েছ চোখের জল ঝরাতে

((( সমাপ্ত )))

Anda Mungkin Suka