menu-iconlogo
huatong
huatong
moni-kishore-ki-darun-jontrona-amar-buke-moni-kishore-cover-image

Ki Darun Jontrona Amar Buke_ Moni Kishore / কী দারুণ যন্ত্রণা আমার বুকে_ মনি কিশোর

Moni Kishore/মনি কিশোরhuatong
📚📝ᎢᗩᖇᗩᏦ.Ꮶᗷ🎤ᵗᵉᵃᶜʰᵉʳhuatong
Lirik
Rakaman
কী দারুন যন্ত্রণা আমার বুকে! মনি কিশোর।

গানের অনুরোধ:- লিপিকা। শিক্ষক পরিবার। পরিচিতি নং:- ১২৮৮০০৪।

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

হাসি-কান্নার মাঝে বেঁচে আছি আমি

দেখেও কেন তুমি দেখো না?

-:মিউজিক:-

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

-:শিক্ষক পরিবার:- -:১২৮৮০০৪:-

কেঁদে কেঁদে রাত কাটে এখনো আমার

পাইনি সহানুভূতি কখনো তোমার।

-:মিউজিক:-

কেঁদে কেঁদে রাত কাটে এখনো আমার

পাইনি সহানুভূতি কখনো তোমার।

দুটি চোখে জল ভরে থাকে

তুমি চেয়ে দেখো না।।

-:মিউজিক:-

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

-:শিক্ষক পরিবার:- -:১২৮৮০০৪:-

ভুল বুঝে চলে গেছো আসোনি ফিরে

বেদনার হাহাকার হৃদয় জুড়ে।

-:মিউজিক:-

ভুল বুঝে চলে গেছো আসোনি ফিরে

বেদনার হাহাকার হৃদয় জুড়ে।

আশার প্রদীপ জ্বেলে আছি

তুমি ফিরে আসো না।

-:মিউজিক:-

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

হাসি-কান্নার মাঝে বেঁচে আছি আমি

দেখেও কেন তুমি দেখো না?

-:মিউজিক:-

কী দারুণ যন্ত্রণা আমার বুকে তুমি জান না।

ধন্যবাদ: শিক্ষক পরিবার। ১২৮৮০০৪।

Lebih Daripada Moni Kishore/মনি কিশোর

Lihat semualogo

Anda Mungkin Suka