menu-iconlogo
huatong
huatong
avatar

Buker Majhe Eto Jala

Monir Khanhuatong
mizrachihuatong
Lirik
Rakaman
আমার বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

এজ্বালা এমন জ্বালা,এ কেমন প্রেমের জ্বালা

এ জ্বালা এমন জ্বালা,এ কেমন বিষের জ্বালা,

কারো কাছে কইতে পারি না..

এ জ্বালা,আমি আর সইতে পারি না...

আমার বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

এজ্বালা এমন জ্বালা,এ কেমন প্রেমের জ্বালা

এ জ্বালা এমন জ্বালা,এ কেমন বিষের জ্বালা,

কারো কাছে কইতে পারি না..

এ জ্বালা,আমি আর সইতে পারি না....

সবার সামনে থাকি আমি দারুন হাসি খুশি,

বুকের মাঝে তুষের আগুন জ্বলে দিবানিশি,

জ্বলে দিবা নিশি..

ও সবার সামনে থাকি আমি দারুন হাসি খুশি,

বুকের মাঝে তুষের আগুন জ্বলে দিবানিশি,

জ্বলে দিবা নিশি..

এই বিরহ আমি তো আর বইতে পারি না,

এই বিরহ আমি তো আর বইতে পারি না,

এজ্বালা এমন জ্বালা,এ কেমন প্রেমের জ্বালা

এ জ্বালা এমন জ্বালা,এ কেমন বিষের জ্বালা,

কারো কাছে কইতে পারি না..

এ জ্বালা,আমি আর সইতে পারি না....

মনের মানুষ থাকে আমার চোখের সম্মুখে,

জানে না সে আমি তাকে রাখি চোখে চোখে,

রাখি চোখে চোখে...

ও মনের মানুষ থাকে আমার চোখের সম্মুখে,

জানে না সে আমি তাকে রাখি চোখে চোখে,

রাখি চোখে চোখে...

এত কাছে থেকে ও যে তার হয়তে পারি না....,

এত কাছে থেকে ও যে তার হয়তে পারি না....,

এজ্বালা এমন জ্বালা,এ কেমন প্রেমের জ্বালা

এ জ্বালা এমন জ্বালা,এ কেমন বিষের জ্বালা,

কারো কাছে কইতে পারি না..

এ জ্বালা,আমি আর সইতে পারি না....

আমার বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

এজ্বালা এমন জ্বালা,এ কেমন প্রেমের জ্বালা

এ জ্বালা এমন জ্বালা,এ কেমন বিষের জ্বালা,

কারো কাছে কইতে পারি না..

এ জ্বালা,আমি আর সইতে পারি না...

আমার বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

বুকের মাঝে এত জ্বালা.....,

এ জ্বালা সইতে যে আর পারি না...

এজ্বালা এমন জ্বালা,এ কেমন প্রেমের জ্বালা

এ জ্বালা এমন জ্বালা,এ কেমন বিষের জ্বালা,

কারো কাছে কইতে পারি না..

এ জ্বালা,আমি আর সইতে পারি না....

Lebih Daripada Monir Khan

Lihat semualogo

Anda Mungkin Suka