menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার মনে পড়লো বান্ধা

Monirulhuatong
◄❤MONIRUL≛⃝⃕🦋🆂🅼.🅱huatong
Lirik
Rakaman
আপলোড বাই মনিরুল

SM.BD Family

তোমার মনে পড়লো বান্ধা

আমার আন্ধা মন

আদরে রাখিও বন্ধু করিও যতন

তোমার মনে পড়লো বান্ধা

আমার আন্ধা মন

আদরে রাখিও বন্ধু করিও যতন

তুমি বিনে শূন্য এখন....

তুমি বিনে শূন্য এখন

হৃদয় সিংহাসন

আদরে রাখিও বন্ধু করিও যতন

আদরে রাখিও রে বন্ধু করিও যতন

জানতাম নারে তোমার প্রেমে

হবে এমন হাল

না দেখিলে মুখ্যান তোমার

মন হয় বেসামাল

ও ও জানতাম নারে তোমার প্রেমে

হবে এমন হাল

না দেখিলে মুখ্যান তোমার

মন হয় বেসামাল

জেগে থাকলে তোমায় ভাবি ...

জেগে থাকলে তোমায় ভাবি

ঘুমাইলে দেখি স্বপন

আদরে রাখিও বন্ধু করিও যতন

আদরে রাখিও রে বন্ধু করিও যতন

পাইলাম নারে ভুবন ঘুরে

তোমার মতো কেউ

অসুখের ই সুখ তুমি

তৃষ্ণার বুকে ঢেউ

ও ও পাইলাম নারে ভুবন ঘুরে

তোমার মতো কেউ

অসুখের ই সুখ তুমি

তৃষ্ণার বুকে ঢেউ

আইলে কাছে বাঁচি আমি ...

আইলে কাছে বাঁচি আমি

দূরে গেলে হয় মরণ

আদরে রাখিও বন্ধু করিও যতন

আদরে রাখিও রে বন্ধু করিও যতন

তোমার মনে পড়লো বান্ধা

আমার আন্ধা মন

আদরে রাখিও বন্ধু করিও যতন

তুমি বিনে শূন্য এখন....

তুমি বিনে শূন্য এখন

হৃদয় সিংহাসন

আদরে রাখিও বন্ধু করিও যতন

আদরে রাখিও রে বন্ধু করিও যতন

আদরে রাখিও বন্ধু করিও যতন

আদরে রাখিও রে বন্ধু করিও যতন

Thanks

Share

Lebih Daripada Monirul

Lihat semualogo

Anda Mungkin Suka