menu-iconlogo
huatong
huatong
moruvumi-suhasini-cover-image

Suhasini

Moruvumihuatong
sooperman215huatong
Lirik
Rakaman
আকাশে তারার ভিড়ে চলো ভেসে যাই

মহাকাশের অপর পাশে দু′জনে হারাই

কত শত তারার ভিড়ে হারিয়ে যাবো

রূপকথার গল্প নিয়ে গান শোনাবো

জলে ভেজা চোখে সুহাসিনী তুমি

হৃদয়ে ভালোবাসা বলি তোমায় শোনো

সাঁঝের সূর্য রাতের তারা হয়ে

ছুঁয়ে যাবো তোমার আকাশ জুড়ে

দূর হতে আসা স্রোতধারা কানে কানে শোনায়

কত সাধনায় খুঁজে পাওয়া সুহাসিনী তোমায়

বৃষ্টিহীনা বালুচরে তুমি এক ফোঁটা জল

শূন্য পথে আগমনে জমে উঠে কোলাহল

জলে ভেজা চোখে সুহাসিনী তুমি

হৃদয়ে ভালোবাসা বলি তোমায় শোনো

সাঁঝের সূর্য রাতের তারা হয়ে

ছুঁয়ে যাবো তোমার আকাশ জুড়ে

জুড়ে

Lebih Daripada Moruvumi

Lihat semualogo

Anda Mungkin Suka