menu-iconlogo
huatong
huatong
mr-hossain-akashe-oh-olpo-nil-cover-image

Akashe oh olpo nil

M.r-Hossainhuatong
Shopno_Hin_balokhuatong
Lirik
Rakaman
ওওওওওওও

ওওওওওওও

ওওওওও

ওওওও

আকাশেও অল্প নীল ,

ভুল হতো অন্তমিল ,

একা একা রংমিছিল

ছিলে না যখন।

মুঠো ভরা মিথ্যে ফোন

ফিরে আসা ডাকপিয়ন ,

মিছিমিছি মন কেমন ,

ছিলে না যখন।

ভালোবাসা দিন ,

কতটা রঙিন ,

তা বুঝেছি তখন।

ওওওওওওও

ওওওওওওও

ওওওওও

ওওওও

সারাদিন ঠিকানাহীন

ঘুরে ফিরি,

কে বেদুঈন ,

লুকিয়ে ডানার ক্ষত।

তুমি নেই তা ভাবলেই ,

ব্যথা এসে,,, দাড়াবেই ,

উঁচু মিনারের মতো।

শুকনো পাতা কাঁপতো

একা ডালে ,

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে।

শুকনো পাতা কাঁপতো

একা ডালে ,

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে।

কেমন ছিলাম.

বুঝি এখন ,

কেমন ছিলাম

বুঝি এখন।

আকাশেও অল্প নীল ,

ভুল হতো অন্তমিল ,

একা একা রংমিছিল

,ছিলে না যখন।

মুঠো ভরা মিথ্যে ফোন ,

ফিরে আসা ডাকপিয়ন ,

মিছি মিছি মন কেমন ,

ছিলে না যখন।

ভালোবাসা দিন

,কতটা রঙিন ,

তা বুঝেছি তখন!

ওওওওও

ওওওওওওও

ওওওওওও

Lebih Daripada M.r-Hossain

Lihat semualogo

Anda Mungkin Suka