menu-iconlogo
huatong
huatong
mr-hossain-almrt-je-prem-shorgo-theke-ashe-cover-image

ALMRT je prem shorgo theke Ashe

M.r-Hossainhuatong
🇧🇩M.R-Hossain💔🄻🅂🅿️huatong
Lirik
Rakaman
যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

Upload_By_🇧🇩M.R.Hossain

যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়।

যে প্রেম স্বর্গথেকে এসে

জীবনে ওমর হয়ে রয়

সেই প্রেম আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রানের চেয়ে

প্রিয়।তুমি আমার প্রানেরপ্রিয়

🌺🌺💔ALMRT💔🌺🌺

Follow🥀Me🥀search🌺 M.R-Hossain

তুমি আর আমি আর কেউ নাই

এমন একটা যদি পৃথিবী হয়

মিলনের সুখে ভরে যায় বুক

যেখানে আছে শুধু সুখ আর

সুখ সেই সুখ আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রেনের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়।

🌺My Family💞🄻🅂🅿️ 💞 Id🌺_128738

চাই না কিছুই তো জীবনে আর

তোমার মুখটা যদি দেখি একবার

এ জীবন করেছ কত যে মধুর

হৃদয়ে কত গান কত যে সুর

সেই সুর আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

____Thanks💔Everyone____

Lebih Daripada M.r-Hossain

Lihat semualogo

Anda Mungkin Suka