menu-iconlogo
huatong
huatong
avatar

সোনালী প্রন্তরে

Nachiketa Chakrabortyhuatong
punchy424huatong
Lirik
Rakaman
সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

দখিনা পবনেতে অন্ধ আবেগে

থাকেনা মন ঘরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে

উষ্ণ বালির বুকে সূর্য্য যেথায় ওঠেন হেসে

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে

উষ্ণ বালির বুকে সূর্য্য যেথায় ওঠেন হেসে

ভালোবাসা কত আশা

ছড়ানো এ বাতাসে

স্বপ্নমাখা মেঘের নকশা

ঝড়ানো এ আকাশে

স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ

এ কথা জানায় বারে বারে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত

হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত

ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত

হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত

উষ্ণ মরুর শুকনো বুকে

থাকে বাতাস ছবি

দিবারাত্রি যেন কাব্য

লিখে যায় কোন সে কবি

স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ

এ কথা জানায় বারে বারে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

দখিনা পবনেতে অন্ধ আবেগে

থাকে না মন ঘরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে

ভ্রমরার গুঞ্জরে

Lebih Daripada Nachiketa Chakraborty

Lihat semualogo

Anda Mungkin Suka