menu-iconlogo
huatong
huatong
avatar

পাগল তোর জন্য রে

Nancy/Belal Khanhuatong
nivitaannhuatong
Lirik
Rakaman
পাগল তোর জন্যেরে

পাগল এ মন.. পাগল

পাগল তোর জন্যেরে

পাগল এ মন.. পাগল

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা

দূরে গেলে মন বোঝে তুই কত আপন

পাগল তোর জন্যেরে

পাগল এ মন.. পাগল

পাগল তোর জন্যেরে

পাগল এ মন.. পাগল

প্লিজ দয়া করে কেউ কপি করবেন না

মুখ বলে এই দূরে গেলে তুই

বেশী কিছু আর হবে কি..

মেঘ ঢাকা দিন চলে গেলে

দেবে চাঁদ উঁকি..

রাতে যখন ওঠে চাঁদ

ছুঁতে চাই কেন তোরই হাত

রাতে যখন ওঠে চাঁদ

ছুঁতে চাই কেন তোরই হাত

সারাক্ষণই যাস ছুঁয়ে তুই

আমার এ মন...

পাগল তোর জন্যেরে

পাগল এ মন.. পাগল

পাগল তোর জন্যেরে

পাগল এ মন.. পাগল

দয়া করে কেউ কপি করবেন না

গান শেষে লাইক দিতে ভুলবেন না

মরি ভেবে হায় উথাল পাতাল এই

মনের ভেতরে কি আছে

কেন এমন হয় দূরে গেলে

তুই চাই কাছে

নির্ঘুম কেন কাটে রাত

কেন শুধু আর্তনাদ

নির্ঘুম কেন কাটে রাত

কেন শুধু আর্তনাদ

প্রতিদিন কেন তোকে ভেবে

এই হৃদয় ক্ষরণ..

পাগল তোর জন্যেরে

পাগল এ মন..পাগল

পাগল তোর জন্যেরে

পাগল এ মন..পাগল

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা

মুখে বলি দূরে যা

মন বলে থেকে যা

দূরে গেলে মন বোঝে

তুই কত আপন

পাগল তোর জন্যেরে

পাগল এ মন..পাগল

পাগল তোর জন্যেরে

পাগল এ মন..পাগল

লাইক দিতে ভুলবেন না

ধন্যবাদ সবাইকে

Lebih Daripada Nancy/Belal Khan

Lihat semualogo

Anda Mungkin Suka