menu-iconlogo
huatong
huatong
avatar

Tuke dekhlei hoyesay mone

Nancyhuatong
◄❥⃟𖣘𝑻𝑼𝑯𝑰𝑵❥⃟✿᭄͜͡🅢🅕🅕huatong
Lirik
Rakaman
তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতকড়ি,

তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী

তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতকড়ি,

পৃথিবীতে তুই আমার আর আমি শুধু তোরি

কোথায়... তোকে লুকই আমি এই ভাবনায় মরি,

তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী

তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতকড়ি,

পৃথিবীতে তুই আমার আর আমি সুধু তোরি

হুম... চলতে চলতে হঠাৎ করে

সেই দিনের সেই প্রথম দেখায়

মনটা যেন হারিয়ে গেল খুঁজে পাওয়া ছিল দায়

হো... আজকে তবে একটা কথা বলছি সরাসরি,

তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী

তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতকড়ি,

পৃথিবীতে তুই আমার আর আমি শুধু তোরই

হুম... চোখ দুটো তোর মায়ায় ভরা,

হাসিটা এ হৃদয় কাড়ে

একটা মানুষ এত সুন্দর কেমন করে হতে পারে?

এই হৃদয়ে ছিল যত আশার ছড়া ছড়ি

আজকে যে তা পুরনো হলো সেই খুশিতে মরি

তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতকড়ি,

তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী

যে স্বপ্ন এঁকেছি চোখে আমি বরাবরি,

আজকে যে তা পুরনো হলো সেই খুশিতে মরি

তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতকড়ি,

পৃথিবীতে তুই আমার আর আমি শুধু তোরই

তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী

পৃথিবীতে তুই আমার আর আমি শুধু তোরি

তুই যে আমার খুব আদরের ডানাকাটা পরী।

Lebih Daripada Nancy

Lihat semualogo

Anda Mungkin Suka