menu-iconlogo
huatong
huatong
nazrul-islam-sondeho-vora-mon-niye-cover-image

Sondeho vora Mon niye

Nazrul Islamhuatong
এমএসরেজাhuatong
Lirik
Rakaman
সন্দেহ ভরা মন নিয়ে....

ভালোবাসার কাছে আসতে নেই

বিশ্বাস না হলে কখনো কাওকে

মন থেকে ভালোবাসতে নেই

সন্দেহ ভরা মন নিয়ে....

ভালোবাসার কাছে আসতে নেই

বিশ্বাস না হলে কখনো কাওকে

মন থেকে ভালোবাসতে নেই

বিশ্বাস না হলে কখনো কাওকে

মন থেকে ভালোবাসতে নেই..

মনের মানুষ যদি, করে সন্দেহ

জিবনে সুখি হতে পারে না যে কেহ...

মনের মানুষ যদি, করে সন্দেহ

জিবনে সুখি হতে পারে না যে কেহ

ভুল মানুষ কে ভালোবেসে

দু′চোখের জলে ভাসতে নেই

ভুল মানুষ কে ভালোবেসে

দু′চোখের জলে ভাসতে নেই

ভালবাসা থাকে... শুধু বিশ্বাসে

হারিয়ে গেলে কভু... ফিরে নাহি আসে,

ভালবাসা থাকে... শুধু বিশ্বাসে

হারিয়ে গেলে কভু... ফিরে নাহি আসে

এমন, বিরহে পুড়ে পুড়ে,

কষ্ট লুকিয়ে হাসতে নেই

এমন, বিরহে পুড়ে পুড়ে,

কষ্ট লুকিয়ে হাসতে নেই

সন্দেহ ভরা মন নিয়ে....

ভালোবাসার কাছে আসতে নেই

বিশ্বাস না হলে কখনো কাওকে

মন থেকে ভালোবাসতে নেই

সন্দেহ ভরা মন নিয়ে....

ভালোবাসার কাছে আসতে নেই

বিশ্বাস না হলে কখনো কাওকে

মন থেকে ভালোবাসতে নেই

বিশ্বাস না হলে কখনো কাওকে

মন থেকে ভালোবাসতে নেই

? পছন্দের গান পেতে

Lebih Daripada Nazrul Islam

Lihat semualogo

Anda Mungkin Suka