menu-iconlogo
huatong
huatong
avatar

Lal Shari Poriya Konna

Nigar Sultanahuatong
sUcHAna🎶🎶🎙️🎤🎤huatong
Lirik
Rakaman
আ........................

চান্দের মত মুখটি যখন

ভাসত নয়ন জলে,

আদর কইরা মুইছা দিতাম গালে।

ঘাটে আইসা পাশে বইসা

জড়াইতো এ বুকে,

ভুলব আমি এই কথা কেমনে?

তবে ভালো কেন বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো কেন বাসিলা আমারে?

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়।

আ...........................

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া,

শেষ দেখাও দিলা না আমারে।

ফিরা আইসা দেখবা তুমি

চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে।

তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে।

লাল শাড়ি পরিয়া কন্যা

রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা

নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলা না একবার

চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের

আর ভাইব না আমায়।

আ..................

Lebih Daripada Nigar Sultana

Lihat semualogo

Anda Mungkin Suka