একটি বছর পরে এলো
আবার নতুন দিনের আগমন
পহেলা বৈশাখের দিনে
ফুল নিয়ে আসে কত প্রিয় জনেই
আমার প্রিয় জন কই
সে আসবে বলে তাই
আজো আমি ফুল নিয়ে
দাড়িয়ে রই সে আসবে বলে
তাই আজো আমি ফুল নিয়ে
দাড়িয়ে রই
একটি বছর পরে এলো
আবার নতুন দিনের আগমন
পহেলা বৈশাখের দিনে
ফুল নিয়ে আসে কত প্রিয় জনেই
আমার প্রিয় জন কই
সে আসবে বলে তাই আজও
আমি ফুল নিয়ে দাড়িয়ে রই
সে আসবে বলে তাই আজো আমি
ফুল নিয়ে দাড়িয়ে রই
ঈদের আনন্দ বৈশাখের জিলিক
আমার জীবনে যেন না আসে
দুঃখ যেমন বুকে করছে বসত
চিরদিন থাকে যেন হৃদয় বসে
ঈদের আনন্দ বৈশাখের জিলিক
আমার জীবনে যেন না আসে
দুঃখ যেমন বুকে করছে বসত
চিরদিন থাকে যেন হৃদয় বসে
আমার প্রিয় জন কই
সে আসবে বলে তাই আজো আমি
ফুল নিয়ে দাড়িয়ে রই
সে আসবে বলে তাই আজো আমি
ফুল নিয়ে দাড়িয়ে রই
সবাই কত হয় রে সুখি
আমার জীবনে সুখ নাই
সুখ হবে কেমনে বলো না বিদি
আমার যে জনম বিথায়
সবাই কত হয় রে সুখি
আমার জীবনে সুখ নাই
সুখ হবে কেমনে বলো না বিদি
আমার যে জনম বিথায়
আমার প্রিয় জন কই
সে আসবে বলে তাই আজো
আমি ফুল নিয়ে দাড়িয়ে রই
সে আসবে বলে তাই আজো
আমি ফুল নিয়ে দাড়িয়ে রই
একটি বছর পরে এলো
আবার নতুন দিনের আগমন
পহেলা বৈশাখের দিনে
ফুল নিয়ে আসে কত
প্রিয় জনেই আমার
প্রিয় জন কই সে আসবে
বলে তাই আজো আমি
ফুল নিয়ে দাড়িয়ে রই
সে আসবে বলে তাই
আজো আমি ফুল নিয়ে
দাড়িয়ে রই