menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhono Majhe Majhe (Short Version)

Noble Manhuatong
ikswotokhuatong
Lirik
Rakaman

এখনো মাঝে মাঝে

মাঝ রাতে ঘুমের ঘোরে

শুনি তোমার পায়ের আওয়াজ

যেনো তুমি এসেছো ফিরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

এই রাত সেই রাত

কেটে গেছে কতো রাত

কষ্টের হাওয়া বুকে নিয়ে

আর পড়ে আছে কতোনা স্মৃতি

বন্দী মনের কারাগারে

এই রাত সেই রাত

কেটে গেছে কতো রাত

কষ্টের হাওয়া বুকে নিয়ে

আর পড়ে আছে কতোনা স্মৃতি

বন্দী মনের কারাগারে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

Lebih Daripada Noble Man

Lihat semualogo

Anda Mungkin Suka