menu-iconlogo
huatong
huatong
avatar

Suto Kata Ghuri

Nodi/Akasshhuatong
mpmffrethuatong
Lirik
Rakaman
This Track

Dont copy Or Re Upload This Track

Singer 1 F

Singer 2 M

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি...

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি...

আমি তোর সাথে উড়বো

আমি তোর সাথে ঘুরবো

তোর সাথে দিনে রাতে খেলবো লুকোচুরি

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

RajMin

ও তোর মনের গহীন জলে

ফেলবো আমি বড়শি

মাছের মতন ঠোকর দিবি দেখুক পাড়া পড়শী

কোমরের ওই বিছা দিয়ে

তোকে বেঁধে রাখবো

কাজল ধোয়া চোখ নিয়ে তোরি ইশারাতে ডাকবো

আমি তোর স্বপ্ন দেখবো

বুকে তোর ছবি আঁকবো

তোর সাথে বৈঠা হাতে দেবো সাগর পাড়ি

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি

RajMin

ও তোর কারণে হাজার বছর

জন্ম আমি নেবো

এই পৃথিবীর সবটুকু সুখ তোকেই আমি দেবো

দুঃখের কাঁটা বিঁধুক পায়ে

তোর কাছে তো আসবো

না পেলেও অনেক পাওয়ার স্বপ্নে আমি ভাসবো

আমি তোর সাথে বাঁচবো

আমি তোর সাথে মরবো

হীরা মানিক চাই না আমার প্রেমেরই ভিকারী

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি....

তুই চুল করে দে এলোমেলো

ভেঙে দে না চুড়ি

তোর প্রেমে এখন আমি

সুতো কাটা ঘুড়ি...

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি ওওও...

তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি...

Thank You

Lebih Daripada Nodi/Akassh

Lihat semualogo

Anda Mungkin Suka