menu-iconlogo
huatong
huatong
noni-chora-das-baulbonnie-chakraborty-shimul-polash-from-quotbohurupiquot-cover-image

Shimul Polash (From "Bohurupi")

Noni Chora Das baul/Bonnie Chakrabortyhuatong
neuralnet7huatong
Lirik
Rakaman
আজ বসন্তের গায়ে হলুদ

আজ বসন্তের গায়ে হলুদ

কাল বসন্তের বিয়ে গো,

শিমুল পলাশ সাজবে আজি

নাকে নোলক দিয়া।

আজ বসন্তের গায়ে হলুদ

কাল বসন্তের বিয়ে গো,

শিমুল পলাশ সাজবে আজি

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া,

শিমুল পলাশ সাজবে আজি

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া।

আমের মুকুল, জামের মুকুল

উঁকি দেবে শেষে গো

উঁকি দেবে শেষে,

কি আনন্দ লাগছে দেখো ..

বসন্তের ওই দেশে গো,

বসন্তর ওই দেশে।

কোকিল পাখি সুরে সুরে

কোকিল পাখি সুরে সুরে

গাইবে মধুর গান গো,

গাইবে মধুর গান গো।

শিমুল পলাশ সাজবে আজই

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া,

শিমুল পলাশ, শিমুল পলাশ

শিমুল পলাশ সাজবে আজি,

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া।

শিমুল গাছে ফুল ফুটেছে

ফাগুন এলো তাই গো

ফাগুন এলো তাই,

মধুর সুরে কোকিল ছানার ..

গান শুনিতে পাই গো

গান শুনিতে পাই।

মাঘ গেল শীতে শীতে

মাঘ গেল শীতে শীতে,

ফাগুন দেবে সুখ গো..

ফাগুন দেবে সুখ গো।

শিমুল পলাশ সাজবে আজি

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া,

শিমুল পলাশ, শিমুল পলাশ

শিমুল পলাশ সাজবে আজই,

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া।

ননী বলে ফুলের কাছে ভ্রমর এসে

নিত্য করবে খেলা গো

নিত্য করবে খেলা,

দাপুটে মেয়ের ফুলের গন্ধে ..

কেটে যাবে বেলা গো

কেটে যাবে বেলা।

হৃদয় আমার নাচবে আজ

মন করে আনচান গো,

মন করে আনচান গো..

শিমুল পলাশ সাজবে আজি

নাকে নোলোক দিয়া গো,

নাকে নোলোক দিয়া,

শিমুল পলাশ, শিমুল পলাশ

শিমুল পলাশ সাজবে আজি,

নাকে নোলক দিয়া গো,

নাকে নোলক দিয়া।

শিমুল পলাশ সাজবে আজি..

নাকে নোলক দিয়া।

Lebih Daripada Noni Chora Das baul/Bonnie Chakraborty

Lihat semualogo

Anda Mungkin Suka