menu-iconlogo
huatong
huatong
avatar

ওরে আমার পাগল মন..

Ore amar pagol monhuatong
miss_brat_childhuatong
Lirik
Rakaman
ওরে আমার পাগল মন..

চিন্তা ভাবনা কইরা তুমি

দিও তোমার মন

ওরে আমার পাগল মন..

চিন্তা ভাবনা কইরা তুমি

দিও তোমার মন

আপন আপন ভাবো যারে

আপন আপন ভাবো যারে

আপন আপন ভাবো যারে

সে তো নয় আপন ওরে আমার,

পাগল মন

ওরে আমার পাগল মন..

চিন্তা ভাবনা কইরা তোমায়

দিলাম আমার মন

ওরে আমার পাগল মন..

চিন্তা ভাবনা কইরা তোমায়

দিলাম আমার মন

আপন আপন ভাবি যারে

আপন আপন ভাবি যারে

আপন আপন ভাবি যারে

তুমি সেই আপন ওরে আমার,

পাগল মন..

নতুন,পুরাতন গান পেতে চোখ রাখুন

আমার song book এ

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

চোঁখ মেলিয়া আকাশ দেখি

ছোঁয়া তারে দায়

হাত বাড়ইয়া লাভ নাই মিছে

কারে কে বোঝায়

চোঁখ মেলিয়া চোঁখ বুঝিয়া

দেখি যারে হায়

পরান আমার পরান মাঝে

তারে শুধু চায়

ভাগ্যে থাকলে হইতে পারে

ভাগ্যে থাকলে হইতে পারে

ভাগ্যে থাকলে হইতে পারে

ইচ্ছাটা পূরন ওরে আমার,

পাগল মন

নতুন,পুরাতন গান পেতে চোখ রাখুন

আমার song book এ

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

এক পৃথিবী একটাই জীবন

অন্তর ও একটাই

একটা চাওয়া তোমায় পাওয়া

শুধু বলে যাই..

এক পৃথিবী একটাই জীবন

অন্তরও একটাই

অল্প দিনের কতো ইচ্ছে

অন্তরের দোষ নাই

মনের সঙ্গে মনের মিলন

মনের সঙ্গে মনের মিলন

মনের সঙ্গে মনের মিলন

বড় প্রয়োজন ওরে আমার,

পাগল মন..

ওরে আমার পাগল মন

চিন্তা ভাবনা কইরা তুমি,

দিও তোমার মন

ওরে আমার পাগল মন

চিন্তা ভাবনা কইরা তোমায়,

দিলাম আমার মন..

আপন আপন ভাবো যারে

আপন আপন ভাবো যারে

আপন আপন ভাবো যারে

সে তো নয় আপন ওরে আমার,

পাগল মন..

ওরে আমার পাগল মন

চিন্তা ভাবনা কইরা তোমায়

দিলাম আমার মন

দিও তোমার মন হায়রে,

পাগল মন..

দিলাম আমার মন হায়রে ,

পগল মন..

Anda Mungkin Suka