menu-iconlogo
huatong
huatong
avatar

Boshondharar Buke

Paban Das Baul/Sam Millshuatong
morris_5801huatong
Lirik
Rakaman
বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

১৩৮৫ সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে

১৩৮৫ সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে

বালক ছেলে কোলে করে...

বালক ছেলে কোলে করে ইস্কুলে পালাই

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাঁকু

লুহার খুঁটি-খাম্বা, তলে আছে ফাটুল

স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাঁকু

লুহার খুঁটি-খাম্বা, তলে আছে ফাটুল

কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি

কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি

নদ-নদী গেলো ভেসে

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

বান উঠলো ভাই ঘরে ঘরে

দেওয়াল চাপা মানুষ মরে

বান উঠলো ভাই ঘরে ঘরে

দেওয়াল চাপা মানুষ মরে

বালক ছেলে কোলে করে...

বালক ছেলে কোলে করে ইস্কুলে পালাই

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে

বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম

দুমকা, পাটনা আর মুর্শিদাবাদ-বীরভূম

বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম

দুমকা, পাটনা আর মুর্শিদাবাদ-বীরভূম

১৬ ক্রোশ জুড়ে লুহার খুঁটি মেরে

১৬ ক্রোশ জুড়ে লুহার খুঁটি মেরে

জলকে রেখেছে ঘেরে

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

বসুন্ধরার বুকে...

বসুন্ধরার বুকে...

বসুন্ধরার বুকে...

Lebih Daripada Paban Das Baul/Sam Mills

Lihat semualogo

Anda Mungkin Suka