menu-iconlogo
huatong
huatong
avatar

Kemne Je Din Jay

Pagla imranhuatong
davneyhurtfuhuatong
Lirik
Rakaman
দুঃখের সাথে বসত আমার দুঃখের নদী বাই

স্রোতে স্রোতে ভাইসা বেড়াই,

ঠিক ঠিকানা নাই (x2)

কেমনে যে দিন যায়,

আমার কেমনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই,

কেমনে যে দিন যায়,

আমার কেমনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই।

বুকের ভিতর জইমা গেছে দুঃখ কষ্টের পাহাড়

ওরে বুকটা আমার কাইন্দা মরে,

এবার আমায় ছাড় (x2)

ক্যামনে যে দিন যায়,

আমার ক্যামনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই।

রংধনুর ঐ সাত রং তোর মনে মাখিস,

আমার জন্য মেঘলা আকাশ।

চাঁদ ডুবিয়ে রাখিস (x2)

কেমনে যে দিন যায়।

আমার কেমনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই।

দুঃখের সাথে বসত আমার দুঃখের নদী বাই

স্রোতে স্রোতে ভাইসা বেড়াই,

ঠিক ঠিকানা নাই

কেমনে যে দিন যায়,

আমার কেমনে যে রাইত যায়

একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই,

কেমনে যে দিন যায়,

আমার কেমনে যে রাইত যায়।

Lebih Daripada Pagla imran

Lihat semualogo

Anda Mungkin Suka