menu-iconlogo
huatong
huatong
pandit-v-balsara-tumi-je-amar-instrumental---univox-cover-image

Tumi Je Amar (Instrumental - Univox)

Pandit V. Balsarahuatong
sdream3748huatong
Lirik
Rakaman
গানঃ তুমি যে আমার ওগো তুমি যে আমার

শিল্পীঃ গীতা দত্ত

সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

.....

তুমি যে আমার

ওগো তুমি যে আমার

তুমি যে আমার

ওগো তুমি যে আমার

কানে কানে শুধু একবার বলো

তুমি যে আমার

তুমি যে আমার

ওগো তুমি যে আমার

.....

...

..

আমারই পরাণে আসি

তুমি যে বাজাবে বাঁশি

আমারই পরাণে আসি

তুমি যে বাজাবে বাঁশি

সেই তো আমারই সাধনা

চাইনা তো কিছু আর

তুমি যে আমার

ওগো তুমি যে আমার

.....

...

..

তুমি যে আমার দিশা, অকূল অন্ধকারে

দাও গো আমারে ভরে, নীরব অহংকারে

.....

...

..

জীবন মরণ মাঝে

এসো গো বধুর সাজে

মোর, জীবন মরণ মাঝে

এসো গো বধুর সাজে

সেই তো আমারই জীবনে

তোমারই অভিসার

তুমি যে আমার

ওগো তুমি যে আমার

....

...

Lebih Daripada Pandit V. Balsara

Lihat semualogo

Anda Mungkin Suka