menu-iconlogo
huatong
huatong
partha-barua-keno-ei-nishongota-cover-image

Keno Ei Nishongota

Partha Baruahuatong
princezzprettiehuatong
Lirik
Rakaman
কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

আমাকে ঘিরে

কেউ না জানুক কার কারনে

কেউ না জানুক কার স্বরণে

কোন পিছু টানে

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে… নিয়মে

স্বপ্ন গুলো অন্য কারো

ভুল গুলো আমারই

কান্না গুলো থাক দু চোখে

কষ্ট আমারই

ভেবে নেব প্রেম আলেয়ার আধারি

কেউ না জানুক কোন বিরহে

দিন চলে যায় আজ কিভাবে

কোন পিছু টানে

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে… নিয়মে

ইচ্ছে গুলো থাক হৃদয়ে

ব্যর্থতা আমারই…

সুখ না হোক অন্য কারো

দুঃখরা আমারই

ভুলে যাব মন কেন আজ ফেরারী…

কেউ না জানুক কোন হতাশায়

দিন চলে যায় নিরবে হায়…

কোন পিছু টানে…

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে…

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে… নিয়মে…

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

আমাকে ঘিরে……

কেউ না জানুক কার কারনে

কেউ না জানুক কার স্বরণে

কোন পিছু টানে…

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে…

তবুও জীবন যাচ্ছে কেটে

জীবনের নিয়মে… নিয়মে…

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

কেন এই নিঃসঙ্গতা

কেন এই মৌনতা

Whistle

Whistle

Whistle

Whistle

Lebih Daripada Partha Barua

Lihat semualogo

Anda Mungkin Suka